West Bengal

1 week ago

Flood situation in jalpaiguri:হু হু করে ঢুকছে জল, তিস্তার জলে বিপর্যস্ত জলপাইগুড়ির বোয়ালমারির নন্দনপুর

Flood situation in jalpaiguri
Flood situation in jalpaiguri

 

জলপাইগুড়ি, ২৮ সেপ্টেম্বর : জলপাইগুড়ির বোয়ালমারির নন্দনপুরে তিস্তার জল ঢুকছে হু হু করে। এর জেরে বাহিরের চর এলাকায় ২৬২টি বাড়ি জলমগ্ন। পরিস্থিতি খারাপ হতে দেখে, শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী ও বিডিও মিহির কর্মকার।

পাশাপাশি, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশও। চর থেকে বাসিন্দাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। জানা গিয়েছে, ক্রান্তির চ্যাংমারি এলাকাতেও পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গজলডোবা এলাকায় তিস্তার পাড়ে চলছে মাইকিং।


You might also like!