দুর্গাপুর, ৪ আগস্ট : দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির কারণে দামোদর নদে জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই জলস্তর কমানোর জন্য ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) ঝাড়খন্ডের পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ছে। পাঞ্চেত জলাধার থেকে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, এবং মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৬ হাজার কিউসেক জল। এই জলের চাপ কমানোর জন্য দুর্গাপুর ব্যারাজ থেকেও সেচ দপ্তর দফায় দফায় জল ছাড়ছে, রবিবার সকাল থেকে ৯৩ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
এর ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা অঞ্চলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে, যা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে এবং জনজীবনে চরম প্রভাব ফেলতে পারে। তবে রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে।
ডিভিসির এই জলছাড়ার ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নিকটবর্তী অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।