জয়নগর, ৫ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল এক মহিলার, দেওয়ালের নীচে চাপা পড়ে যান পরিবারের ৬ জন সদস্য। তাঁদের মধ্যে শিশু-সহ ৪ জন আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েত এলাকায়।
রঘুনাথপুর গ্রামে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকেন নূর জামাল জমাদার। গত রাতে তিনিও বাড়িতেই ছিলেন। রাত অনুমানিক ৯টা নাগাদ খাওয়া-দাওয়া সেরে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এরই মধ্যে মাথার উপর ভেঙে পড়ে দেওয়াল। নূর সামান্য আহত হলেও, স্ত্রী শাহনারা চাপা পড়ে যান দেওয়ালের নীচে। তাঁদের চার সন্তানও আহত হয় দেওয়াল চাপা পড়ে। এক সন্তানের বয়স মাত্র পাঁচ বছর। বাকি তিন সন্তানের মধ্যে এক জনের বয়স নয় বছর ও অন্য দু’জনের বয়স ১৫ বছর।
স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রথমে নিয়ে যাওয়া হয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে। পরে স্ত্রী-সহ তিন জনকে সেখান থেকে স্থানান্তর করা হয় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে। সেই সময় পথেই মৃত্যু হয় শাহনারার। বৃষ্টিতে মাটির বাড়ি নড়বড়ে হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।