রায়গঞ্জ, ১০ জুলাই : উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে কৃষ্ণ বিরোধীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। কোথাও কোথাও সকালেই বৃষ্টি শুরু হয়েছে। অনেকেই তাই সকাল সকাল ভোট দিতে এসেছেন রায়গঞ্জের বিভিন্ন বুথে।
বৃষ্টি হওয়ার কারণে বুথে বুথে ভোটারদের উপস্থিতিতি তুলনামূলক কম। রায়গঞ্জের ১৩৯ নম্বর বুথে ভোট দিতে এসে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, ‘‘সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে ভোটাররা ভোট দিতে আসছেন। কিন্তু সংখ্যাটা এখন অনেক কম রয়েছে। বর্ষাকালে গ্রামের কৃষকেরা চাষের কাজে ব্যস্ত। মনে হচ্ছে, বেলা বাড়লে ভোটাররা ভোট দিতে আসবেন।’’ তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ নিজের জয় নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী।