West Bengal

3 months ago

Vande Bharat Express: কোচবিহারে বন্দে ভারত! ট্রেন স্টেশনে থামতেই নিশীথ বললেন "আমরা কথা রেখেছি"

Nisith Pramanik (Symbolic Picture)
Nisith Pramanik (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের জন্য আরও একটি বন্দে ভারত পেল রাজ্য। কোচবিহার স্টেশনে থামল বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে চরলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। 

দীর্ঘ টানাপোড়েনের শেষে অবশেষে বন্দে ভারত এক্সপ্রেস এসে থামল কোচবিহার স্টেশনে। সোমবার ষ্টেশনে থামতেই তাকে স্বাগত জানাল বাসিন্দারা। গুয়াহাটি থেকে এই ট্রেনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক। কোচবিহার স্টপেজ দেওয়ায় নিশীথ এদিন বলেন, " আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি।" 

কোচবিহার স্টেশনে ট্রেন আসার পর ট্রেন থেকে নামেন নিশীথ। তারপর বিজেপি বিধায়করা ফ্ল্যাগ অফ করতেই নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ট্রেন রওনা দেয় নতুন বন্দে ভারত।

You might also like!