উত্তর ২৪ পরগনা, ১২ ফেব্রুয়ারি : সন্দেশ খালির ঘটনা সহ একগুচ্ছ দাবিতে স্মারকলিপি জমা দিল আম আদমি পার্টি। সোমবার দুপুর দুটো নাগাদ বারাসাত জেলা শাসকের কাছে আপের পক্ষ থেকে দেখা করে তাদের দাবি তুলে দেওয়া হয়। উপস্থিত হয়েছিলেন আম আদমি পার্টির জেলার সভাপতি সহ একাধিক উচ্চ নেতৃত্বরা।
একাধিক দাবি থাকলেও তাদের মূল দাবি ছিল সন্দেশ খালির ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার ও সাজা। আপের পক্ষ থেকে জানানো হয়, ''সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এছাড়াও সন্দেশখালিতে ঘটে চলা নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করতে হবে।
আসলে গত কয়েকদিনে রাজ্যের মূল কেন্দ্র বিন্দু সন্দেশ খালি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিদিন। এই দ্বীপ অঞ্চলটি একেবারে দুষ্কৃতীদের আঁতুড় ঘর হয়ে উঠেছে। তার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের সব বিরোধী দল। এবার সেই একই দাবিতে সোচ্চার হল আম আদমি পার্টি।