West Bengal

1 month ago

Canning:ক্যানিংয়ে কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত দুই মহিলা, অভিযুক্তরা পলাতক

Two women attacked for protesting harassment in Canning, accused absconding
Two women attacked for protesting harassment in Canning, accused absconding

 

ক্যানিং, ৭ নভেম্বর : রাস্তায় দাঁড়িয়ে তিন যুবক পথ চলতি দুই মহিলাকে কটূক্তি করে। তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করলে ওই দুই মহিলাকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত ফকির মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে বুধবার রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যানিংয়ের কৃষ্ণকালী কলোনি এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

আক্রান্ত দুই মহিলার দাবি, তাঁরা রাত আটটা নাগাদ তম্বুলদহ অঞ্চল মোড় এলাকায় ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় তিনজন ছেলে রাস্তায় দাঁড়িয়ে ছিল। তার মধ্যে একটি ছেলে ওই দুই মহিলাকে কটুক্তি ও খারাপ অঙ্গভঙ্গি করতে থাকে। তারই প্রতিবাদ করেছিলেন ওই দুই মহিলা। প্রতিবাদ করতেই ফকির মোল্লা চড়াও হয় দুই মহিলার উপর। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। দুই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে, আশেপাশের লোকজন ছুটে আসেন। পালিয়ে যায় অভিযুক্তরা। দুই মহিলা ক্যানিং থানাতে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

You might also like!