মালদা, ২০ সেপ্টেম্বর : মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বৈদ্যপুর অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর চারটার সময় সীমান্ত এলাকায় টহলদারির সময় বিএসএফের নজরে আসে একদল পাচারকারী, যারা মোষ নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জমায়েত হয়েছিল।
বিএসএফ জওয়ানরা পরিস্থিতি বুঝতে পেরে ৮ রাউন্ড গুলি ছুঁড়ে পাচারকারীদের ধাওয়া করে। ধাওয়ার পর দুই পাচারকারীকে গ্রেপ্তার এবং মোষগুলিকে উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুই পাচারকারী হলেন এনামুল হক (২১) এবং মোহাম্মদ সানাউল (২৪), যারা বাংলাদেশের বাসিন্দা বলে জানা গেছে |বিএসএফ ওই দুই পাচারকারীকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।