West Bengal

2 weeks ago

Bihari Students Beaten At Siliguri : বিহারের দুই শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার দুই, মমতাকে আক্রমণ পুনাওয়ালার

Bihari Students Beaten At Siliguri
Bihari Students Beaten At Siliguri

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা বিহারের দুই ছাত্রকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল দুই অভিযুক্তকে। শিলিগুড়ি কমিশনারেটের অধীনে বাগডোগরা পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচন্দ ঠাকুর বলেছেন, বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই যুবককে হুমকি, নিগ্রহ করার দায়ে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম - রজত ভট্টাচার্য গিরিধারী রায়। উভয়েই শিলিগুড়ির বাসিন্দা।

এদিকে, শিলিগুড়িতে বিহারের দুই যুবককে নিগ্রহের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি শুক্রবার বলেছেন, "যারা সর্বদা সংবিধানের কথা বলেন, তাঁদের উত্তর দেওয়া উচিত, বিহারীরা বাংলায় গেলে তাঁদের মারধর করা হয় কেন? বাংলায় কি আইন-শৃঙ্খলা অবশিষ্ট নেই? সংবিধান কি সেখানে বাস্তবায়িত হয় না?... তেজস্বী যাদব, যিনি বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার করেছিলেন, পশ্চিমবঙ্গের সরকার কী করছে জবাব দেওয়া উচিত...তারা ভারতীয়দের মারছে, কিন্তু রোহিঙ্গাদের নয়। অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে।"

উল্লেখ্য, বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই ছাত্রকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শেয়ার করেছেন। এরপরই শুরু হয়েছে বিতর্ক।

You might also like!