গুড়াপ, ১ অক্টোবর : বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ফেললেন হুগলির এক তৃণমূল কংগ্রেস নেতা। দেবী দুর্গার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গুড়াপের হাসামপুরে। সেখানকার তৃণমূল পঞ্চায়েত নেতা লক্ষণ মণ্ডল নিজে দেবীদুর্গার হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেন। মূলত মৃৎশিল্পীর বাড়ি থেকে ভ্যানে তুলে প্রতিমা যখন মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, তখন এই ঘটনা ঘটে।বিতর্ক শুরু হতেই লক্ষ্মণ মণ্ডল বলেছেন, “দিদি বারোয়ারি পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন। সেই টাকায় আমরা পুজো করার সুযোগ পেয়েছি। দিদির উন্নয়নে পুজো করতে পারছি বলেই প্রতিমার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছি। আমি চাই দিদি যেন এমন উন্নয়ন অব্যাহত রাখেন।” এদিকে, বিজেপির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি তুষার মজুমদার জানান, “মা দুর্গার হাতে ত্রিশূলের বদলে দলীয় পতাকা ধরিয়ে দিয়েছেন তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছেয় টাকা দিয়েছেন, কেউ তো চায়নি। টাকা দিয়েছেন বলে তাঁর দল যা খুশি তাই করতে পারে না।" রাজনৈতিক নেতৃত্ব যাই বলুক না কেন স্থানীয় মানুষজন বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও, তৃণমূল নেতাকে এই কাজের জন্য সমালোচনা করেছেন। তৃণমূল নেতার আচরণ মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিমত অনেকের।