ভাঙড়, ৬ জুন : এবার ভাঙরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটাউট ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। ঘটনার তদন্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ
স্থানীয় সূত্রে খবর ভাঙরের বামনঘাটায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে প্রায় ২৪ টি চেয়ার নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। এমনকি বামনঘাটা এলাকায় ষোলটি দেয়াল লেখা ছিল বিজেপির সেই দেয়াল মুছে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসের পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটাউট ছিঁড়ে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপি সভাপতি উত্তম কর ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভাঙ্গরে বিজেপি বলে কিছু নেই। দু-একটা যা বামনঘাটা এলাকায় আছে তা নিজেদের গোষ্ঠী কোন্দলে জর্জরিত। যার কারণে এই ঘটনা ঘটতে পারে।