West Bengal

7 months ago

Strom in West Bengal : ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হলদিয়া! ভেঙে পড়ল অসংখ্য গাছ, বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা

Trees uprooted in haldia of Purba Medinipur

 

হলদিয়া, ২০ আগস্ট : নিম্নচাপ ও ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল হলদিয়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। নদী সংলগ্ন ওয়ার্ডগুলিতে ব্যাপকভাবে ভেঙে পড়েছে বড় বড় গাছের ডাল। বেশ কয়েকটি জায়গায় রাস্তায় উল্টে পড়েছে বড় কিছু গাছও। সেগুলি সরাতে গশুক্রবার রাতেই পুরসভার বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা নেমে পড়েন রাস্তায়। বিপর্যয় মোকাবিলা টিমের নেতৃত্ব দেন পুর কর্মী চন্দন বেরা।

শনিবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চলে বলে জানান পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। ঝড় ও বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না সারারাত। ঝড়ের দাপটে টাউনশিপ ফেরিঘাটে রাখা বোট উল্টে গিয়েছে। ফেরিঘাটের ইজারাদার রবি দাস বলেন, ঝড়ের ফলে একটি লঞ্চের ব্যাপক ক্ষতি হয়েছে।


You might also like!