West Bengal

10 months ago

Diamond harbour station : প্রায় ৫-ঘন্টা পর রেল অবরোধ উঠল ডায়মন্ড হারবারে, বাতিল বেশ কিছু লোকাল

diamond harbour station (symbolic picture)
diamond harbour station (symbolic picture)

 

ডায়মন্ড হারবার, ৩১ জুলাই : রেলের আশ্বাসে প্রায় ৫-ঘন্টা পর রেল অবরোধ উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্টেশনে। রেল অবরোধ উঠলেও, ভোর থেকে বাতিল হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন। ফলে সমস্যায় পড়েছেন অসংখ্য নিত্যযাত্রী। বুধবার ভোর থেকে নিত্যযাত্রীরা ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ করেন। তাঁদের অভিযোগ, প্রায়ই সময় দেরিতে ছাড়ে ট্রেন। তবে ট্রেন দেরিতে চলার কারণ হিসাবে রেলগেটের সমস্যাকে তুলে ধরে পূর্ব রেল।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্টেশন কর্তৃপক্ষকে বার বার অসুবিধার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বুধবার অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ডায়মন্ড হারবার ছাড়াও ওই শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করেন যাত্রীরা। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৫-ঘন্টা পর রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সকাল ১০টা নাগাদ উঠে যায় অবরোধ। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।


You might also like!