West Bengal 6 months ago

Toy train service not started did not start : চালু হল না টয় ট্রেন পরিষেবা

Toy train service not started did not start

 

দার্জিলিং, ৭ সেপ্টেম্বর : বুধবার থেকে আবার স্টেশন ছাড়ার কথা ছিল ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের। কিন্তু হল না। এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি টয় ট্রেন পরিষেবা ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এমনই খবর রেল সূত্রের।

গত ৩১ অগাস্ট রাতে নাগাড়ে বৃষ্টি হয় পাহাড়ে। যার জেরে কার্শিয়ঙের তিনধারিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে। কাদা ও পাথরে ভরে ওঠে পাহাড়ের একটা বড় অংশ। ধসের 'পাহাড়' জমে রেললাইনেও। এই পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি টয় ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। ১ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল পরিষেবা। ৭ তারিখ থেকেই ছন্দে ফেরার কথা ছিল টয় ট্রেনের। কিন্তু মেরামতির কাজ শেষ না হওয়ায় আরও কিছু দিন বন্ধ থাকছে ট্রেন। রেল সূত্রে খবর, পাহাড়ের তিনধারিয়ায় সেভেন্টিন মাইলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায়। তাই টয় ট্রেনের পরিষেবা বন্ধই থাকছে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

You might also like!