দার্জিলিং, ১ সেপ্টেম্বর : ফের টয় ট্রেনের লাইনে নামল ধস। বৃহস্পতিবার সকালে রংটং-তিনধারিয়ার মাঝে টয় ট্রেনের লাইনে ধস নামে। যার জেরে এদিন বাতিল হয়ে গেল এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানানো হয়েছে, লাইনের মাঝে ধস নামায় একেবারে শেষ মুহূর্তে বুকিং বাতিল করে দেওয়া হয় । অন্যদিকে, এদিন সকালেই যাত্রী নিয়ে দার্জিলিং থেকে এনজেপি রওনা দিয়েছিল টয় ট্রেনটি। রংটং-তিনধারিয়ার মাঝে ধস নামায় যাত্রীদের মাঝপথেই নামিয়ে দেওয়া হয়। ফলে বিপাকে পড়েন তাঁরা। তারপর সড়কপথেই শিলিগুড়ি পৌঁছন তাঁরা।
এদিন শিলিগুড়ি থেকে সিকিমগামী জাতীয় সড়কে ২৯ মাইলের কাছেও ধস নামে। যার জেরে সকালের দিকে একেবারে ওই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলার দিকে রাস্তা পরিষ্কার করে একপাশ দিয়ে যান চলাচল শুরু হয়। এছাড়া সিকিমের বেশ কয়েকটি জায়গাতেও ধস নামে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরেই সিকিম সহ পাহাড়ে ধস নামে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।