West Bengal

9 months ago

TMC MLA Paresh Pal appear before CBI : সিবিআই-এর মুখোমুখি পরেশ পাল, ভোট-পরবর্তী হিংসায় হাজিরা তৃণমূল বিধায়কের

TMC MLA Paresh Pal appear before CBI
TMC MLA Paresh Pal appear before CBI

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : ভোট-পরবর্তী হিংসার মামলার তদন্তে সিবিআই-এর মুখোমুখি হয়েছেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পরেশের গাড়ি এসে থামে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে। গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে ভিতরে ঢুকে যান পরেশ। সংবাদ মাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে পরেশের বিরুদ্ধে। কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনার নেপথ্যে বেলেঘাটার এই বিধায়কের ‘নির্দেশ’ ছিল বলে অভিযোগ করেছিল অভিজিতের পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সেই মামলার তদন্তেই সিবিআই-এর তলব পেয়ে সল্টলেকের দফতরে এসে পৌঁছন পরেশ।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে একের পর এক হিংসার ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। পরেশের বিরুদ্ধে যে ঘটনাটি নিয়ে অভিযোগ সেটি ঘটে ২০২১ সালের ২ মে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়।


You might also like!