West Bengal

2 weeks ago

Jaynagar: জয়নগরে দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল নেতা, সইফুদ্দিন 'জনপ্রিয়' ছিলেন দাবি বিধায়ক বিভাসের

TMC Leader killed in Jaynagar (Collected)
TMC Leader killed in Jaynagar (Collected)

 

জয়নগর, ১৩ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূল কংগ্রেস নেতা। সোমবার ভোরবেলা গুলি করে খুন করা হয়েছে সইফুদ্দিন লস্কর (৪৩) নামে ওই তৃণমূল নেতাকে। তিনি মসজিদে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রামে। ওই গ্রামেরই গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন সইফুদ্দিন লস্কর। তিনি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন।

সইফুদ্দিনর স্ত্রী বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পাঠ করতে যাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তাঁর কাঁধে লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় সইফুদ্দিনকে উদ্ধার করে তাঁরা জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সইফুদ্দিনের মৃত্যুতে বামগাছি এলাকা শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেস সূত্রে। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তিনি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রকেই দায়ী করেছেন। বিভাস বলেন, ‘‘নমাজ পড়তে গিয়ে যে সইফুদ্দিন এ ভাবে খুন হবে, আমরা ভাবিনি। ও এলাকায় জনপ্রিয় ছিল। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করত। গরিব মানুষের জন্য অনেক কাজ করেছে।’' বারুইপুর এলাকার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


You might also like!