West Bengal

2 weeks ago

Cleanest City:কোথাও একবিন্দু নোংরা নেই! জানেন সবথেকে পরিচ্ছন্ন শহর কোনটি?

Cleanest City(Symbolic picture)
Cleanest City(Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গ মানেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের বাস। আর বেশি মানুষের বসবাস হলে পরিষ্কার-পরিচ্ছন্নে একটু তো ভাটা পরবেই, তা বলাই বাহুল্য। তবে এই বঙ্গে এমন একটি শহর রয়েছে, যে শহর নাম সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে সবার আগে উঠে এসেছে।

দেশের হাউজ়িং ও আরবান অ্যাফেয়ার্স মন্ত্রক সূত্রে খবর, মন্ত্রকের বিচারে ২০২৩ সালে স্বচ্ছ ভারত মিশনে গঙ্গা তীরবর্তী শহর বৈদ্যবাটি বাংলার সব থেকে পরিষ্কার শহরের স্বীকৃতি পেয়েছে। দেশের ১ লক্ষ শহরের মধ্যে বৈদ্যবাটি রয়েছে ৪২৬ নম্বরে। পশ্চিমবঙ্গে বৈদ্যবাটি সেই দিক থেকে প্রথম। কেন্দ্রীয় মন্ত্রকের ১৬ সদস্যের একটি টিম গত সেপ্টেম্বর মাসে বৈদ্যবাটি শহরে আসে। শহরের বর্জ্য নিষ্কাশন, পচনশীল ও অপচনশীল বর্জ্যের পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের বিষয়গুলি প্রায় এক সপ্তাহ ধরে খতিয়ে দেখে ওই টিম।তার সাথে গুরুত্ব দিয়ে দেখা হয় রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা। এছাড়াও জল সঞ্চয় ও জলের অপচয় রোধে পুরসভার গুরুত্ব খতিয়ে দেখে এই টিম।সূত্রের খবর, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার মাপকাঠিতে বৈদ্যবাটি পুরসভা রাজ্যের অন্যান্য পুরসভাকে একেবারে পিছনে ফেলে দিয়েছে। শহরের রেসিডেন্সিয়াল এরিয়া ও বাজারগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ৯৪% স্থান। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পুকুর ও জলাশয়গুলিতে পরিচ্ছন্নতার হার ছিল ৮৮%। সাধারণ জনতার জন্য ব্যবহৃত শৌচালয় ৮৩% পরিছন্ন ছিল।

You might also like!