West Bengal

4 weeks ago

Duars affected by rain:লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন

Duars affected by rain
Duars affected by rain

 

আলিপুরদুয়ার, ১৪ জুন  : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের জনজীবন। বৃহস্পতিবার রাত থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায়।

শুক্রবার সকাল থেকেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ১৪০. ২০ মিলিমিটার। বৃষ্টির কারণে রাস্তায় পথচলতি মানুষের সংখ্যা কম। বৃষ্টির জেরে তোর্সা, কালজানি সহ বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর।

প্রসঙ্গত, উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।


You might also like!