1 month ago
West Bengal Goverment: বাজারে যাওয়ার দিন শেষ, ঘরে বসেই সস্তায় মিলবে সবজি, জানেন কিভাবে পাবেন?
Market
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাজারে গেলেই আলু, পেঁয়াজ সহ নানা সবজির লাগামছাড়া মূল্য বৃদ্ধিতে ছ্যাকা লাগছে মধ্যবিত্তের পকেটে। এই খবর যায় নবান্নে। সেই দামে রাশ টানতে উদ্যোগী হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দাম নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করার পাশাপাশি সারপ্রাইজ ভিজিটও শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সরকারের এই উদ্যোগের ফলে দু'দিন পরিস্থিতি ঠিক থাকলেও আবার বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষেরা। এই পরিস্থিতিতে আমজনতার জন্য এক দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার।
কি সেই সরকারি উদ্যোগ?
বিগত কিছু দিন আগে কয়েক জায়গায় সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু করা হয়েছিল। এই গাড়িগুলিতে সবজির দাম বাজারের চেয়ে অনেক সস্তায় পাওয়া যায়। ফলে হাসি ফুটেছিল বহু মানুষের মুখে। এবার কলকাতার পাশাপাশি গ্রামাঞ্ছলেও শুরু হয়েছে এই গাড়ি। সম্প্রতি নদীয়া জেলায় ভ্রাম্যমাণ ন্যায্য মূলের দোকান চালু হল। জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেছেন। জানা যাচ্ছে, এই গাড়িতে ২৮ টাকা কেজি আলু, ৩৮ টাকা কেজি পেঁয়াজ, ২০ টাকা কেজি পটল এবং ২০০ টাকা কেজি রসুন পাওয়া যাচ্ছে।এখানে সস্তায় সবজির ছাড়াও থাকছে বাড়ি বসে বাজার করার বাড়তি সুবিধাও। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে।