West Bengal

11 months ago

Tathagata Roy:বিজিবিএস নিয়ে বক্রোক্তি তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২০ নভেম্বর : বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) প্রাক্কালে প্রস্তাবিত সম্মেলন নিয়ে বক্রোক্তি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অভিমান করে বলেছেন,‘ছট পুজোর জন্য আমি ২দিনের ছুটি দিচ্ছি, দিল্লি তা দেয় না”! স্পষ্টতই পশ্চিমবঙ্গে বিহারিদের ভোট পাওয়ার চক্রান্ত। কিন্তু মনোভাবটা হল— কাজ কম, ভোট বেশি! আর এখন তিনি শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানানোর করুণ প্রহসনের মাধ্যমে রাজ্যকে নিয়ে যাচ্ছেন! শিল্পপতিরা বাংলায় আসবেন, দুপুরের খাবার খাবেন-প্রণাম করবেন মুখ্যমন্ত্রী (যা টিএমসি শেয়ার করবেন) এবং বাড়ি ফিরবেন, এর বেশি কিছু নয়!”


You might also like!