West Bengal

3 months ago

Bathing Festival of Jagannath Dev:কোচবিহারে ইসকন মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব

The Bathing Festival of Jagannath Dev was held at the ISKCON temple in Cochbehar.
The Bathing Festival of Jagannath Dev was held at the ISKCON temple in Cochbehar.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কোচবিহারে ইসকনের দুই মন্দিরে মহাসমারোহে জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল। রবিবার সকালে রীতি মেনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নানবেদীতে আনা হয়। এরপর সেখানে দুধ, ঘি, মধু, ডাবের জল গঙ্গাজল সহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি দিয়ে স্নান করানো হয়। মন্দিরের পূজারীদের পাশাপাশি এই বিশেষ দিনে ভক্তরাও ভগবানকে স্নান করাবার সুযোগ পান বলে জানা গিয়েছে। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে মহাপ্রভু জগন্নাথদেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মান্যতা রয়েছে।

কিছুদিন বাদেই রথযাত্রা। এই রথযাত্রারই অংশ হল স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রার পর শুরু হয় অনবসর। এই অনবসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন। এদিন কোচবিহার শহরের নতুনপল্লি ইসকন মন্দির এবং কোচবিহার বাবুরহাটের ইসকন মন্দিরে জাঁকজমক সহকারে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে সকাল থেকেই দুই মন্দিরে ভক্তদের সমাগম দেখা গিয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষ্যে দুই মন্দিরেই কীর্তন ধর্মগ্রন্থ পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। কোচবিহার নতুনপল্লি ইসকন মন্দিরের পক্ষে সুরপতি মাধব দাস বলেন, ‘জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে এদিন মন্দিরে কয়েকশো ভক্তেরা আগমন হয়। স্নান ত্রা উৎসবে মন্দিরের পূজারীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও ভগবানকে স্নান করানোর সুযোগ পায়। সবশেষে মন্দিরে প্রসাদ বিতরণ করা হয়।‘


You might also like!