দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিপদে পড়া মহিলাদের জন্য বিশেষ ‘মহিলা সুরক্ষা নম্বর’ চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ২৪ ঘন্টা এই ফোন নম্বরের মাধ্যমে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারবেন বিপদে পড়া মহিলারা। এরই পাশাপাশি দিঘা সহ জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে বিপদে পড়া পর্যটকরা সহ সাধারণ মানুষও এই ফোন নম্বরের মাধ্যমে পুলিশের সাহায্য পাবেন। শনিবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমাদ্বীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে জানান “ মহিলা সুরক্ষা নম্বরটি হল 9800775999। এই ফোনে কল করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও সহজেই পুলিশের সহযোগিতা পেয়ে যাবেন বিপদে পড়া মহিলা, পর্যটক বা অন্যরা”।
পুলিশ সুপার জানান, “মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। সেই কারনেই জেলা জুড়ে পুলিশের স্পেশাল রেসপন্স টিমকে আরও বেশী করে সচল করা হয়েছে। দিনে অথবা রাতে যে কোনও সময় কেউ বিপদে পড়লে এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমেও পুলিশের সাহায্য পেতে পারেন”। তিনি জানান, “হোয়াটসঅ্যাপ ম্যাসেজে আরও কিছু সুবিধে যুক্ত করা হয়েছে। যেখানে ম্যাসেজ করলেই জেলার পুলিশ আধিকারীকদের গুরুত্বপূর্ণ যোগাযোগের নম্বর পেয়ে যাবেন। এরপর আপনার প্রয়োজন মতো জায়গায় ফোন করে সহযোগিতা পাবেন”।