জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : আজ বিশ্ব পর্যটন দিবস। আজকের দিনেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ডুয়ার্সে ‘চা ভ্রমণ।‘ হোমের মেয়েদের নিয়ে এদিন বিনামূল্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে করে ডুয়ার্সে একদিনের চা ও পর্যটন ভ্রমণে নিয়ে যাওয়া হয়। জেলাশাসক নিজের অফিসে এই ভ্রমণের ফ্ল্যাগ অফ করেন।
জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সামনে থেকে বড়দিঘি চা বাগান, ডামডিম চা বাগান, পর্যটন দফতরের তিলোত্তমা রিসর্ট, চা বিক্রির কিয়ক্স দেখানো হবে। কীভাবে চা পাতা তোলা হয়, চা তৈরি হয়, কত দামে বিক্রি, প্যাকেজিং করা হয় সবকিছুই দেখানো হবে। ভ্রমণ শেষে গজলডোবায় নিয়ে যাওয়া হবে। বাসেই টিফিন, ডামডিম চা বাগানে লাঞ্চ করানো হবে। গজলডোবায় আদিবাসী নৃত্য, ব্যারেজ ঘুরিয়ে সন্ধ্যার আগে জলপাইগুড়ি নেতাজি পাড়া বাস স্ট্যান্ডে ভ্রমণ শেষ হবে বলে জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
এই ভ্রমণের পর সাধারণ পর্যটকের জন্য সরকারি বাসে করে এনবিএসটিসির মাধ্যমে বাণিজ্যিক ভ্রমণ স্বল্প খরচে শুরু হবে। ছোট ও বড় চা বাগান মালিক সংগঠনগুলি প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।