কলকাতা, ১৬ নভেম্বর : পশ্চিমবঙ্গে বাম ও তৃণমূলের ‘ব্যর্থতার’ পাশাপাশি বিজেপি-র সাফল্যের অভাব নিয়ে ফের মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তিনি এ সম্পর্কে লিখলেন তাঁর এক্স হ্যাণ্ডেলে।
তথাগতবাবু লিখেছেন, “সিপিএম বাঙালি হিন্দুকে এক কর্মবিমুখ খেঁকুরে মিটিং-মিছিলবাজ দাবীসর্বস্ব জাতিতে পরিণত করেছিল।তাদের মেধাবী ছাত্রী তাকে এক ভিখারীর জাতে পরিণত করল।
আর যে পার্টি তাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারত তারা এক অন্তর্মুখী, জনসাধারণের সঙ্গে সম্পর্কহীন, উদ্যমহীন দলে পরিণত হয়েছে।আমি বিজেপিকে সাপোর্ট করছি। জনসাধারণের সঙ্গে সম্পর্ক হারিয়ে গেলে দলের কার্যকর্তারা এইভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে।”