West Bengal

7 months ago

Tarapeeth Kaushiki Amavasya Puja : করোনাকাঁটা কাটিয়ে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তর ভিড়

Tarapeeth Kaushiki Amavasya after the corona crisis

 

বীরভূম, ২৬ আগস্ট  : শুক্রবার সকাল থেকেই তারাপীঠে ভক্তদের সমাগম। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়। এরপর দিনভর চলল বিশেষ পুজোপাঠ।

কৌশিকী অমাবস্যার এই তিথিতেই তারাপীঠে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। ভিড় সামাল দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছে মন্দির কমিটি ও জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্র ও শনিবার পরপর দুই দিন সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

কৌশিকী অমাবস্যায় ২ বছর পর তারাপীঠ মন্দিরে ভক্তদের সমাগম। করোনা কাঁটা কাটিয়ে পুজো দিতে অগণিত ভক্ত জড়ো হয়েছেন তারাপীঠে। কৌশিকী অমাবস্যায় তারামায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়েছে। তারাপীঠ মহাশ্মশানেও হোম-যজ্ঞের আয়োজন করা হয়েছে।

পুজো দিতে দূর-দূরান্ত থেকে এসেছেন অগণিত ভক্ত। মহাশ্মশানে এসে জড়ো হচ্ছেন সাধুসন্ত, তন্ত্রসাধকরা। কোভিডকালে পরপর দুই বছর কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য বন্ধ ছিল তারাপীঠ মন্দির। তাই এই বছর কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে বলে মন্দির কমিটির আশা।

You might also like!