মালদা, ১৩ ফেব্রুয়ারি: এপ্রিলেই সম্ভবত হতে চলেছে লোকসভা নির্বাচন। অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় তারই ইঙ্গিত মিলেছে৷ সোমবার রাতে তিনি জানান, মার্চেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে এপ্রিলে হতে পারে নির্বাচন ৷ লোকসভা নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন সুকান্তবাবু৷
সোমবার রাতে মালদা থেকে ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি৷ তার আগে লোকসভা নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “লোকসভা ভোট নির্বাচন কমিশনের বিষয়৷ আমরা আশা করছি, আগের মতো এবারও মার্চ মাসে নির্বাচন ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে এপ্রিলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা৷ তবে যবেই নির্বাচন ঘোষণা হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি৷”
অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে একই বক্তব্য মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ও বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্রেরও৷ প্রত্যেকেই জানিয়েছেন, নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত৷ শুধু নির্বাচনের ঘোষণাটাই বাকি৷