West Bengal

2 weeks ago

Minakshi Mukherjee: বামেদের সভায় সুজিত বসু!

Minakshi Mukherjee (File Picture)
Minakshi Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের প্রচারে বামেদের মিটিং মিছিলে কমবেশি ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম যুবদের সমাবেশে পতপত করে উড়তে দেখা যাচ্ছে লালঝান্ডা। বুধবার হুগলির চুঁচুড়ার ডিআই মাঠে বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আর সেই সভাতেই দেখা গেল এক অভিনব দৃশ্য। লালঝান্ডা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক যুবককে। নাম সুজিত বসু। তাঁর বুকে ট্যাটু করা মীনাক্ষীর ছবি।

বুকে মীনাক্ষীর ট্যাটু কেন?

বুদ্ধদেব ভট্টাচার্য এখনও রয়েছেন। সক্রিয়ভাবে ময়দানে রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহ সেলিমও। এছাড়াও রয়েছেন আরও অনেক বাম নেতানেত্রী। তাহলে বুকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ট্যাটুই কেন? প্রশ্নের উত্তের সুজিত বোস বলেন, 'মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তিনি যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেটাকে স্যালুট জানাতেই এই ট্যাটু্।'

You might also like!