Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

West Bengal

1 year ago

Saumitra Khan:বিষ্ণুপুরে মর্যাদার লড়াইয়ে প্রাক্তন স্বামী সৌমিত্রর কাছে হারলেন সুজাতা

Saumitra Khan
Saumitra Khan

 

বাঁকুড়া, ৪ জুন : এবার লোকসভা ভোটের আগে আম ধারণা ছিল বিষ্ণুপুরে কোনও লড়াই নেই। তফসিলিদের জন্য সংরক্ষিত আসন বিষ্ণুপুরে অনায়াসে জিতবেন বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। কিন্তু ভোটের পর হঠাৎ করেই চাঙ্গা হয়ে ওঠে তৃণমূল। এতটাই, যে গণনায় চোখ রাখতে কলকাতা থেকে পর্যবেক্ষক পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত হার মানতে হয় ‘প্রাক্তন স্ত্রী‘-কেএ দিন সকাল সাড়ে ৯টায় বরজোড়া ও খণ্ডঘোষে দুটি এলাকার গণনা অনুযায়ী ২৭৪ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা।

সকাল ১০ টা ০৪ প্রথম রাউন্ডে ২,৩৩৫ ভোটে এগিয়ে ছিলেন সুজাতা মণ্ডল। ১০টা ৩৪এ দ্বিতীয় রাউন্ডে বিষ্ণুপুরে ৪,৯৯০ ভোটে এগিয়ে যান সৌমিত্র খাঁ। সুজাতা মণ্ডল পিছিয়ে পড়েন।

সকাল ১১টা.০৬এ তৃতীয় রাউন্ডের শেষে বিষ্ণুপুরে ১০,২৯৩ এগিয়ে ছিলেন সৌমিত্র খাঁ।বেলা ১১টা ৪৯এ চতুর্থ রাউন্ডে সুজাতার সঙ্গে সৌমিত্রের ব্যবধান বাড়ে। বিষ্ণুপুরে ১৮,০৬৪ ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী।দুপুর ১২টা ২৩এ পঞ্চম রাউন্ডেও বিষ্ণুপুরে ১৭, ৮৭০ ভোটে এগিয়ে ছিলেন সৌমিত্র খাঁ।

দুপুর ১২ টা ৪৫এ ষষ্ঠ রাউন্ডের শেষে ১৮,৩৮৫ ভোটে এগিয়ে ছিলেন সৌমিত্র। তার আগেই বিজেপি ক্যাম্পে ভাঙচুর হয়। ব়্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।

দুপুর ১টা ২৮এ বিষ্ণুপুর এগিয়ে থাকেন সেই সৌমিত্রই। গেরুয়া ঝড়ে হিমশিম খান সুজাতা।১টা ৩৭এ দশম রাউন্ডেও ২০,৫৫১ ভোটে এগিয়ে থাকেন সৌমিত্র খাঁ।

৩টে ৪০এ জয়ের দিকে এগিয়ে যান সৌমিত্র খাঁ। ১৩,৪২৩ ভোটে প্রতিপক্ষ সুজাতার থেকে এগিয়ে থাকেন। তার মাঝেই সোনামুখী বিধানসভার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।শেষ পর্যন্ত আর কপালে ভাঁজ পড়েনি সৌমিত্রর।


You might also like!