দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- যাত্রীদের চাহিদা মেটাতে ধানবাদ থেকে কোয়েম্বাটুর পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল। এই বিশেষ সাপ্তাহিক ট্রেনটি চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে পর্যন্ত চলবে৷ এই ট্রেনটি কোডারমা, গয়া, প্রয়াগরাজ, বিজয়ওয়াড়া হয়ে যাবে৷
জানা গেছে, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতি বুধবার এই ট্রেনটি ধানবাদ থেকে ছাড়বে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। আর কোয়েম্বাটুর থেকে ধানবাদ পর্যন্ত ট্রেনটি চলবে ৭ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।