West Bengal

1 year ago

Special puja at Anubrata's House : প্রথা মেনেই অনুব্রতর বাড়িতে চলছে বিশাল যজ্ঞ

Special puja at Anubrata's House
Special puja at Anubrata's House

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছর শ্রাবনের শেষ সোমবার নিজে হাতে সমস্ত আয়োজন করে বাড়িতে বিশাল পূজোর আয়োজন করেন অনুব্রত মন্ডল, এ বছর তিনিবর্তমানে সিবিআই-র নজরদারিতে রয়েছেন। 

তবে পুজো থামেনি এবছর প্রথা মেনে যজ্ঞের আয়োজন করলেন তাঁর অনুগামীরা। অনুব্রতর নামেই করা হয়েছে সংকল্প। সোমবার সকালে পাঁচ জন পুরোহিত পৌঁছান অনুব্রতর বাড়িতে। তবে বাইরের কাউকে অবশ্য ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির লোকজন এবং দলে অনুব্রতর ঘনিষ্ঠরাই রয়েছেন সেখানে। রয়েছেন মেয়ে সুকন্যাও। 

প্রতিবছরই শ্রাবণের শেষ সোমবার বাড়িতে পুজো ও যজ্ঞের আযোজন করেন অনুব্রত মণ্ডল। সেই মতো এবছরও শুরু হয়েছিল আয়োজন। বোলপুর নিচুপট্টির বাড়ির ছাদে প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত অবশ্য সিদ্ধান্ত বদলে যজ্ঞের আয়োজন করা হয়। যজ্ঞের পর এলাহি খাবারদাবারের আয়োজনও থাকছে বলে জানা যাচ্ছে। থাকছে ফল, প্রসাদ, মিষ্টি। এছাড়া বাড়ির মানুষদের জন্য থাকছে খিচুড়ি ভোগ।  

You might also like!