দক্ষিণ দিনাজপুর, ৭ আগস্ট : স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চেক পোস্ট। বুধবার সকাল থেকেই দুই দেশে পারাপার করছেন সাধারণ মানুষ। যদিও অন্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম। চালু হয়েছে বাণিজ্য। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত শুধু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের গাড়ি রফতানির উদ্দেশ্যে হিলি–তে এসে পৌঁছেছে। হিলি সীমান্তে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নজর রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর বিএসএফ জওয়ান।
বুধবার সকাল থেকে বাংলাদেশ-ভারত হিলি সীমান্তের ছবি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দু’দেশের কিছু যাত্রী আসা-যাওয়া করেছেন ও জরুরি কিছু পণ্যের রফতানির কাজও করা গিয়েছে এ দিন। তবে সীমান্ত-বাণিজ্য স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে এই সীমান্তে। নিয়ম ভেঙে প্রবেশের খবর নেই বলে দাবি।