West Bengal 6 months ago

Siliguri Mayor visits the area to check the dengue situation : ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন শিলিগুড়ির মেয়রের

Siliguri Mayor visits the area to check the dengue situation

 

শিলিগুড়ি, ১১ সেপ্টেম্বর  : দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি।রবিবার ডেঙ্গিতে জেরবার শিলিগুড়ি পুরসভা এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি পুরসাভার ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব। তাঁরা ওই এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে দেখেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে ওই এলাকায় জঞ্জাল পরিষ্কার হয়না। পাশাপাশি সেখানে পানীয় জলের সমস্যাও রয়েছে। এলাকা পরিদর্শন শেষে মেয়র জানান, দ্রুত এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like!