West Bengal

1 month ago

Rail Signal Dispute :সিগন্যালে বিভ্রাট! কালিয়াগঞ্জে রেল গেটের উপর দাঁড়িয়ে পড়ল ট্রেন

Kaliaganj
Kaliaganj

 

কালিয়াগঞ্জ, ১৩ আগস্ট : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সিগন্যালে বিভ্রাটের কারণে বিঘ্নিত হল ট্রেন পরিষেবা। কালিয়াগঞ্জ স্টেশনের অদূরে আপ লাইনে দাঁড়িয়ে থাকল রাধিকাপুর এক্সপ্রেস। আচমকাই সবুজ সিগন্যাল হয়ে যায় লাল, এই বিভ্রাট বুঝতে পেরেই তৎপর হয়ে যান চালক, চালকের তৎপরতায় এড়ানো গেল বড়সড় বিপদ।

মঙ্গলবার সকাল তখন ৬টা হবে, ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস কালিয়াগঞ্জ স্টেশনে ঢোকে। তার পর স্টেশন ছেড়ে যাওয়ার মুখেই সিগন্যাল বিভ্রাটের ঘটনা ঘটে। সবুজ সিগন্যাল দেখে চালক ট্রেন চালানো সবে শুরু করেছিলেন। আচমকাই সবুজ সিগন্যাল লাল হয়ে যায়। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক। সিগন্যাল বিভ্রাটের কারণে কালিয়াগঞ্জ রেল স্টেশনের অদূরে সুকান্ত মোড়ের রেল গেটের উপর দাঁড়িয়ে পড়ে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। সেই কারণে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

You might also like!