কলকাতা, ২ মার্চ: ৫৫ দিন নিজের গড় সন্দেশখালিতেই ছিলেন শাহজাহান। সিআইডি গোয়েন্দাদের জেরায় স্বীকার করলেন ধৃত শাহজাহান।
শুক্রবার রাতভর জেরা করা হয় তাঁকে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রথম দিকে তিনি যতটা অনমনীয় ছিলেন, পরের দিকে আস্তে আস্তে নরম হতে শুরু করেন। ভবানী ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতিমূহূর্তে ঔদ্ধত্য দেখিয়েছিলেন শাহজাহান শেখ। বারবার দাবি করছিলেন, প্রথম দফায় পুলিশকে যা বলেছেন, সেটাই শেষ কথা। বারবার এক কথা বলতে রাজি নন তিনি। খাওয়াদাওয়া নিয়েও বিভিন্ন দাবি করছিলেন।
কিন্তু টানা জেরার মুখে বলেন, ৫ মার্চ ইডি আধিকারিকদের ওপর হামলার পর বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন। যোগাযোগ রাখছিলেন অনুগামীদের সঙ্গে। তিনিই সকলকে শিখিয়ে দিচ্ছিলেন কোথায় কাকে কী বলতে হবে। কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিতেই হল শাহজাহানকে। এদিকে যে ইডি কর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি। তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর।