নয়াদিল্লি, ১ জুলাই : চোপড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করল বিজেপি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, সন্দেশখালি দিয়েছিল শাহজাহান, আর উত্তর দিনাজপুর দিল তাজমুল। সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, ''''জঙ্গল-রাজ ক্যাসা হোতা হ্যায়'' বললে ভুল হবে না? মমতা-রাজ জাইসা হোতা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের গুন্ডাদের সুরক্ষা নিয়ে চিন্তিত।"
গৌরব ভাটিয়া আরও বলেছেন, "তাজমুল ওরফে জেসিবি সংবিধানকে টুকরো টুকরো করে ফেলছে। তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এক সাংবাদিককে বলেছেন, মুসলিম দেশে কিছু আইন এরকম। হামিদুল রহমান কি আপনার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) মানসিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? সন্দেশখালি দিয়েছিল শাহজাহান, আর উত্তর দিনাজপুর দিল তাজমুলকে।"