চ্যাংরাবান্ধা, ১৪ নভেম্বর : কোচবিহারে ট্রাক ও বাসের সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার রেলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মেখলিগঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস চালক প্রায় আধাঘণ্টা বাসে আটকে ছিলেন। তারপর আর্থমুভারের সাহায্যে তাকে বের করা হয়। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ যানজট মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।