বানারহাট, ২০ নভেম্বর : জলপাইগুড়ির বানারহাটে বকেয়া মজুরির না পেয়ে পথ অবরোধে শামিল হল দেবপাড়া চা বাগানের কয়েক’শ শ্রমিক। সোমবার সকালে চা বাগানে কাজে এসে জানতে পারেন, তাদের মজুরি দেওয়ার কথা থাকলে দেওয়া হবে না। আর এরপরই বেলা ৯ টা নাগাদ শিলিগুড়িগামী ১৭ নাম্বার জাতীয় সড়কে অবরোধ করেন বাগানের শতাধিক শ্রমিক।
প্রসঙ্গত, গত শুক্রবার বকেয়া মজুরির দাবিতে বানারহাট থানার গেটের সামনে বিক্ষোভে শামিল হয়েছিলেন চা শ্রমিকরা। টানা চার ঘন্টা ধরে চলেছিল বিক্ষোভ। থানার পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও চা শ্রমিকদের মেলেনি বকেয়া মজুরি। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মজুরি না পাওয়ায় সোমবার পথ অবরোধে শামিল হন দেবপাড়া চাবাগানের শ্রমিকরা। শ্রমিকরা এদিন পথ অবরোধ করে চা বাগানের মালিকের বিরুদ্ধে স্লোগান দেন৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বানারহাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনো মাত্রই অবরোধকারীরা উত্তেজিত হয়ে উঠে। পুলিশ এসে কথা দেবপাড়া চা বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বললেও মজুরি দেওয়ার বিষয়ে সদুত্তর মেলেনি। সদুত্তর না পেয়েই অবরোধ চালিয়ে যান বাগানের চা শ্রমিকরা। শ্রমিকরা জানান, বকেয়া মজুরি না মেলা পর্যন্ত পথ অবরোধ চালিয়ে যাবেন। খবর লেখা পর্যন্ত চলছে পথ অবরোধ। এদিনের অবরোধের ফলে ব্যস্ততম ১৭ নাম্বার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।