West Bengal

1 week ago

West Bengal Weather Update:রবিবার উত্তাল হতে পারে সাগর, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা

West Bengal Weather Update
West Bengal Weather Update

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে নিম্নচাপ ও আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আসনা’। যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ৫০-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘আসনা’ আরব সাগরের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় রবিবার সকাল পর্যন্ত এর তীব্রতা বজায় থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এরপর ঘূর্ণিঝড় পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে।ফলে ওডিশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে তেমনভাবে এর বিশেষ প্রভাব পড়বে না বাংলায়। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।


You might also like!