দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রূপনারায়ণে নৌকাডুবি পিকনিক সেরে ফেরার পথে। শুক্রবার সকালে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। মৃতা সুনন্দা ঘোষ। বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে।
জানা যাচ্ছে, মানকুর থেকে নৌকায় পশ্চিম মেদিনীপুরের দুধকোমরার ত্রিবেণী পার্কে চড়ুইভাতি করতে গিয়েছিলেন ১৮ জনের একটি দল। তাঁরা নৌকায় মানকুরের দিকে ফিরছিলেন চড়ুইভাতি শেষে। তখনই আচমকা একদিকে নৌকা কাত হয়ে যাত্রীদের নিয়ে ডুবে যায় সেটি। সকলেই নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদী ও পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। তখনই ১৩ জনকে উদ্ধার করা গেলেও হদিশ মিলছিল না ৫ জনের।