West Bengal

1 month ago

Asansol Road block : রাস্তা অবরোধ করে বিক্ষোভ আসানসোলে, উন্নয়নমূলক কাজের অভাবের অভিযোগ

Asansol Road block (symbolic picture)
Asansol Road block (symbolic picture)

 

আসানসোল, ৭ আগস্ট : আসানসোল পৌর নিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনকোনও উন্নয়নমূলক কাজ করছেন না। রাস্তাঘাট, নর্দমা–সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের খামতি রয়েছে। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় কাউন্সিলর তাদের বলেছেন, "এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ায় কাজ করা হবে না।" তবে, কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমার কাছে যে রকম ফান্ড আসে, সেই অনুযায়ী কাজ করি। প্রায় আড়াই ঘন্টা ধরে চলা এই রাস্তা অবরোধের পরে, কাউন্সিলারের আশ্বাসে বাসিন্দারা অবরোধ তুলে নেন। ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You might also like!