পূর্ব মেদিনীপুর, হলদিয়া, ১৯ জুলাই : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের কামারদা এলাকায় সাত সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, মেচেদা থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় গাড়িটি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর গাড়ির চালক পলাতক হয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।মৃত সাইকেল আরোহীর নাম, শ্রীকান্ত মাইতি। তাঁর বাড়ি নন্দকুমার ব্লকের নীলকুন্ঠা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িচালককে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে।