দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ারের মাদারিহাটে ফের হানা দিল হাতি। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। হাতির হামলায় একটি রিসোর্ট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রের খবর, গভীর রাতে একটি হাতি জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাট এলাকায় ঢুকে পড়ে। এরপর খাবারের সন্ধানে একটি রিসর্টে হানা দেয় হাতিটি। হাতির আক্রমণে রিসোর্টটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হািতর হামলায় অনেকেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে জলদাপাড়া বন দফতরের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে বনের দিকে পাঠায়। মাদারিহাট এলাকায় বন্য হাতির আক্রমণে মানুষ আতঙ্কে রয়েছে।