রায়পুর, ১৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের রায়পুরের কোতোয়ালি থানা এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহ শনাক্ত করতে তদন্ত চলছে।
জানা গেছে, এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হওয়া কিছু স্থানীয় লোকজন পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখতে পেয়ে কোতোয়ালি থানায় খবর দেয়। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে দেহটি উদ্ধার করে শনাক্তের জন্য আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে। এখনও পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।