কলকাতা, ২৭ সেপ্টেম্বর : আপাতত বৃষ্টির থেকে রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। তবে, শুক্রবার সকাল থেকে বৃষ্টি থেমেছে, রোদেরও দেখা মিলেছে, পরক্ষণে আবার মেঘলা হয়ে ওঠে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া স্বস্তিদায়কই। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ভেস্তে যেতে পারে পুজোর কেনাকাটা। পুজো মণ্ডপ তৈরিতেও ব্যাঘাত ঘটাচ্ছে এই বৃষ্টি।