ডায়মন্ড হারবার, ৩১ জুলাই: ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেক দিন ধরেই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল বুধবার। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন নিত্য যাত্রীদের একাংশ। ভোর থেকে শুরু হওয়া এই রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রী।
ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন, এই অভিযোগে বুধবার ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয় রেল অবরোধ। ডায়মন্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছেন। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। প্রতিবাদে এদিন ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। জিআরপি ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড়।