দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুয়ারে এগিয়ে আসছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো৷ কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সাজো সাজো রব৷ এই উপলক্ষে রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হল৷
পুজোর সময় কলকাতা-সহ রাজ্যে ব্যাপক জনসমাগম হয়৷ তাই প্রতিবছরের মতোই এই বছরও পুলিশ কর্মীদের ছুটি বাতিল করল রাজ্য সরকার৷ আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় রাজ্যে দুর্গাপুজো, কালীপুজো-সহ একাধিক উৎসব থাকে৷ এই সময় রাজ্যে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় তাই জন্যই এই সিদ্ধান্ত৷
রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলার পক্ষ থেকে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে জানানো হয়েছে এই সময় বিশেষ জরুরি ভিত্তিতে ছুটি নেওয়া যেতে পারে৷