হুগলি, ৯ এপ্রিল : বুধবার হুগলির পথে চাকরিহারাদের বিক্ষোভের ছবি দেখা যায়। হুগলি স্টেশন থেকে মিছিল করে বিক্ষোভকারীরা ডিআই অফিসের দিকে মিছিল করেন। তাঁদের দাবি, যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে হবে। ফেরাতে হবে চাকরি। হুগলি মোড়ে জিটি রোড অবরোধ করেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। পরে শিক্ষা দফতরের ডিআই অফিসে গিয়ে গেটে তালা মারেন তাঁরা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা তাঁরা। যদিও সরকারের তরফে এখনও বরখাস্তের চিঠি তাঁরা হাতে পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘যোগ্য’দের পাশে তিনি থাকবেন। কিন্তু তার পরও চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের কিছু অংশ।