ছাপরা, ২১ মে : মঙ্গলবার সকালে ছাপরায় নির্বাচন পরবর্তী হিংসার জেরে মৃত্যু হল একজনের। জানা গিয়েছে, গুলির আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে চন্দন রাই (২৫) নামে এক যুবকের। আহত আরও দু''জনকে ছাপরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, সোমবার ভোটের দিন আরজেডি প্রার্থী এলাকার একটি বুথে পৌঁছালে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। সেদিনের মতো বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার সেই বিরোধ ফের চরম আকার নেয়। এরপরই তুমুল বাকবিতণ্ডার জেরে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই গুলিতে মৃত্যু হয় চন্দন রাই নামের যুবকের। পুলিশ তদন্ত শুরু করেছে।