ক্যানিং, ৬ জুন : লোকসভা নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আক্রান্ত হল বিজেপি। ক্যানিংয়ে বিজেপির এসসি মোর্চার নেতার বাড়িতে হামলা অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ওই বিজেপি নেতার পরিবার এখন রীতিমতো সন্ত্রস্ত।
এর আগে ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত হয় বিজেপি নেত্রীর পরিবার। তাঁর স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।